⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗দেশে বিপুল বিনিয়োগের প্রস্তাব | ঢাকা অর্থনীতি
শিল্প-বানিজ্য

দেশে বিপুল বিনিয়োগের প্রস্তাব

ঢাকা অর্থনীতি ডেস্ক: সম্প্রতি শেষ হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এতে বাংলাদেশ প্রায় ২৭০ কোটি ডলার আন্তর্জাতিক বিনিয়োগের প্রস্তাব পেয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা বিনিয়োগকারীদের কাছ থেকে বড় সাড়া পেয়েছি। ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

তিনি আরও বলেন, সৌদি কোম্পানি ইঞ্চিনিয়ারিং ডাইমেনশন বড় ধরনের বিনিয়োগ করবে। তারা ইউরিয়া সার, চিনি ও বেভারেজ শিল্পে এবং বড় আকারের সিমেন্ট কারখানা স্থাপনে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।’

এছাড়া আইয়াজ ও ইউনাইটেড গ্রুপ যৌথভাবে ১৫০ মিলিয়ন ডলার, কর্ণফুলি ড্রাই ডক ১১৮ মিলিয়ন ও বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী সালেহ নাসের এ. আল-জাসের, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) দক্ষিণ এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ এ্যাংক, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতানা আফরোজ ও ফিকি সভাপতি রূপালী হক চৌধুরী।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বিদেশি ব্যবসায়ীদের বলব, আপনারা এখানে বিনিয়োগ করুন। বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ। এখানকার নীতিগুলো বিনিয়োগ উপযোগী করা হয়েছে। আপনি এখানে বিনিয়োগজনিত মুনাফা দেশে নিয়ে যেতে পারবেন।’

Related Articles

Leave a Reply

Close
Close