দেশজুড়েপ্রধান শিরোনাম
সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি: সিইসি
ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ বুধবার (২০ জুলাই) চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে (ইসি) চলছে সংলাপ। সময় বরাদ্দ থাকলেও না আসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
তবে দলটির জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এদিন সকালের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানান সিইসি।
যেসব দলের ইসির ওপর আস্থা আছে তারা সংলাপে এসেছে। অন্যদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন সিইসি।
তিনি বলেন, সবাই ভালো নির্বাচন চায়। ইসির একমাত্র দায়িত্ব প্রত্যেক ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারেন।
বুধবার সংলাপে ডাকা হলেও প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেলে দলটির সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল কমিশনের। এছাড়া এদিন সংলাপে বসেছে বাংলাদেশ গণতন্ত্রী পার্টি। আগামী নির্বাচনে সব দলের মধ্যে ঐকমত্য সৃষ্টির আহ্বান জানায় দলটি। নির্বাচনে কালোটাকা বন্ধ, ইসির নিরপেক্ষ অবস্থানসহ ৭ দফা দাবি জানায় গণতন্ত্রী পার্টি।
/এএস