দেশজুড়েপ্রধান শিরোনাম

সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) সতর্কবার্তা নামিয়ে ফেলতে নির্দেশ দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

এর আগে উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় যখন লঘুচাপ সৃষ্টি হচ্ছিল, তখন থেকে এই সতর্কবার্তা দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস।

সেই লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। একপর্যায়ে স্থলভাগের ওপরে চলে আসলে তা দুর্বল হয়ে পড়ে। এ পরিপ্রেক্ষিতে প্রায় ৬ দিন পর স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অফিস।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close