আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: বুয়েট, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।
আ স ম ফিরোজ উল হাসান জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি নির্দেশিত সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার বিষয়ে আজ একাডেমিক কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। সেখানে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৭৩’র অধ্যাদেশ অনুযায়ী সম্পূর্ণ স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। অন্যদিকে বুয়েটও পরিচালিত হয় বিশেষ আইন মোতাবেক। ইতোমধ্যে বুয়েট, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।