প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
সবার জন্য অনার্স, মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেইঃ শিক্ষামন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গতানুগতিক শিক্ষার পাশাপাশি সরকার কারিগরি, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর জোর দিচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবার জন্য অনার্স, মাস্টার্স আর পিএইচডি ডিগ্রির প্রয়োজন নেই।
বৃহস্পতিবার বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এক অনলাইন আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড্যাফোডিল ও এটুআই এই আলোচনার আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাদরাসা শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা, ইংলিশ মিডিয়াম, কওমি ও সাধারণ শিক্ষার ধারাসহ ভিন্ন শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থায় আবশ্যিক দক্ষতা অর্জিত হচ্ছে না।
তিনি জানান, সরকার আবশ্যিক দক্ষতা উন্নয়ন এবং সব ধারার শিক্ষাব্যবস্থায় দক্ষতা নিশ্চিত ও যাচাইয়ের জন্য একটি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন করতে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছি, যার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তার জীবন ও জীবিকার স্বপ্ন পূরণে সক্ষম হবে।
/এন এইচ