খেলাধুলা
সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম ওঠালেন পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন। ইতিহাসের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি।
আজ (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন হাসনাইন, মাত্র ১৯ বছর ১৮৩ দিন বয়সে। তার চেয়ে কম বয়সে এমন কীর্তি গড়তে পারেননি আর কেউ।
হাসনাইন অবশ্য এই হ্যাটট্রিকটি করেছেন দুই ওভারে। ১৬তম ওভারের শেষ বলে ভানুকা রাজাপাকসেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসনাইন। ১৯তম ওভারে আবারও তার হাতে বল তুলে দেন পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদ।
এবার প্রথম দুই বলে শ্রীলঙ্কার দাসুন শানাকা আর শেহান জয়সুরিয়াকে সাজঘরের পথ দেখান হাসনাইন। শানাকা হন উমর আকমলের ক্যাচ, জয়সুরিয়া ক্যাচ দেন আহমেদ শেহজাদকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি কোনো বোলারের নবম হ্যাটট্রিক, পাকিস্তানি হিসেবে দ্বিতীয়। হাসনাইনের আগে ২০১৭ সালে পাকিস্তানের ফাহিম আশরাফ হ্যাটট্রিক পেয়েছিলেন, এই শ্রীলঙ্কার বিপক্ষেই আবুধাবিতে।
/আরকে