দেশজুড়েপ্রধান শিরোনাম

সপরিবারে বঙ্গভবনে উঠেছেন নয়া রাষ্ট্রপতি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গুলশানের বাসভবন ছেড়ে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার রাত পৌনে ৯টার দিকে সস্ত্রীক বঙ্গভবনে পৌঁছান তারা।

গুলশানের বাসা থেকে স্ত্রী রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যসহ রাষ্ট্রপতিকে বহনকারী মোটর শোভাযাত্রা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিবসহ কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ দেওয়া হবে।

এর আগে সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।

নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close