বিনোদন

সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ অভিনেত্রী-নির্মাতা “সাবা সাহার”

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আফগানিস্তানের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী-নির্মাতা সাবা সাহার। মঙ্গলবার দেশটির রাজধানী কাবুলে নিজের কর্মস্থলে যাবার পথে এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে। তার পাকস্থলীতে গুলি লেগেছে এবং সেটি অস্ত্রোপচার করে বের করা হয়েছে। তবে তার সর্বশেষ অবস্থান তুলে ধরেননি।

সাবা সাহার স্বামী ইমাল জাকী গণমাধ্যমকে জানিয়েছেন, সাবার গাড়িতে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার দুই দেহরক্ষীও হামলার শিকার হয়েছেন। তবে তার সন্তান অক্ষত রয়েছেন।

জানা গেছে, হামলার পরপরই কাবুলের ওই এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অস্ত্রধারীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।

প্রসঙ্গত, সাবা আফগানিস্তানের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক এবং জনপ্রিয় অভিনেত্রী। একই সঙ্গে নারী অধিকার কর্মী হিসেবেও বেশ সুপরিচিত।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close