বিশ্বজুড়ে

সন্তান না হওয়ার শোকে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ একটি ফুটফুটে সন্তান এসে ঘর আলোকিত করবে, এমনটিই আশা করেন প্রত্যেক দম্পতি। তবে সেই আশা পূরণ হচ্ছিল না ভারতীয় এক দম্পতির। সন্তান না হওয়ায় হতাশ হয়ে শেষমেশ তারা আত্মহত্যা করে বসেন।

রোববার (১৮ আগস্ট) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের উড়িষ্যার রোরকেলায় নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি’র সহযোগী অধ্যাপক রাসু জায়বালান ও তার স্ত্রী। তাদের ঘর থেকে একটি সুইসাউড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে ‘সন্তান নিতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে আত্মহত্যা’র কথা উল্লেখ রয়েছে।

রোরকেলার পুলিশ সুপার (এসপি) সার্থক সারাঙ্গি বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা রয়েছে, সন্তান নিতে ব্যর্থ হওয়ায় তারা হতাশায় ভুগছিলেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি’র লাইফ সাইন্স বিভাগে অধ্যাপনা করতেন রাসু জয়বালান।

Related Articles

Leave a Reply

Close
Close