প্রধান শিরোনামবিনোদন
সত্যিই কি কোরবানির জন্য শাকিবের কাছে টাকা চাইলেন অপু!

বিনোদন প্রতিবেদকঃ নিজেকে হিন্দু দাবি করার পরও আসছে ঈদে কোরবানি দিতে চান চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ জন্য তিনি সাবেক স্বামী শাকিব খানের কাছে অপু অর্থ চেয়েছেন বলে জানিয়েছেন, নাম প্রকাশ করা অনিচ্ছুক শাকিব খানের এক মেকাপম্যান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এমন খবর মিডিয়া পাড়ায় চাউর হয়। সত্যিই কি শাকিবের কাছে কোরবানির টাকা চেয়েছেন অপু?
এদিকে শাকিবের কাছে টাকা চাওয়ার বিষয়ে জানতে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অপুর ঘনিষ্ঠ একজন বলেন, করোনার এই সময়ের প্রায় চার মাস ধরে ঘরবন্দী রয়েছেন অপু বিশ্বাস। নিজকে তৈরি করছেন নতুন কাজের জন্য। একই সঙ্গে সন্তানকে সময় দিচ্ছেন।
তবে, অপুর টাকা চাওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ শাকিব খান। তিনি গণমাধ্যমে বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলাই ভালো। করোনার কারণে ঘর থেকে বের হইনি। তাই আসন্ন ঈদে ছেলেকে নিয়ে কোরবানির ঈদ উপভোগ করতে চাই।
এদিকে, ঈদে অপুর কোরবানি দেওয়ার সিদ্ধান্তে মিডিয়া পাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা।
/এন এইচ