দেশজুড়ে

সঠিক তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া না জানানোর আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যে কোনো বিষয়ে সঠিক তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকার আহবান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (৮ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ এর অনুষ্ঠানে এমন আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গুজবে কান দিবেন না। সেই সাথে প্রযুক্তির নেতিবাচক দিক থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, শিশুরা যাতে প্রযুক্তির উপর আসক্ত হয়ে না পড়ে সে বিষয়ে অভিভাবকদের সাবধান থাকতে হবে।তৈরি পোশাক খাতের পর প্রযুক্তিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

এর আগে সরকারের সেবা সম্বলিত মাই গভ বা আমার সরকার নামে একটি অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রযুক্তি খাতের অবদানের জন্য ১৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মননা জানানো হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close