দেশজুড়েপ্রধান শিরোনাম
সঙ্কটকালে বাসের ভাড়া ৮০% বাড়ানোর সুপারিশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারীর করোনা ভাইরাসের মধ্যেই গণপরিবহন চালুর সরকারি সিদ্ধান্তের পর বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি বাসে ৫০ ভাগ সিট খালি থাকবে বলে মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান ইউসূব আলী মোল্লা।
ইউসূব আলী মোল্লা বলেন, ৪০ সিটের বাসে ২০ জন যাত্রী থাকলে খালি সিটের ভাড়া যাত্রীদেরই দিতে হবে। সেই হিসেবে ভাড়া ৮০ শতাংশ বাড়ানো হচ্ছে।
“আর এই বৃদ্ধি ভাড়া করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় বাড়ানো হয়েছে। এটা সকল যাত্রী ও মালিকদের মেনে নিতে হবে। আমরা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। শিগগিরই সিদ্ধান্ত আকারে আপনারা পাবেন।”
এই প্রস্তাব অনুমোদনের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “আমরা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। শিগগিরই সিদ্ধান্ত আকারে আপনারা পাবেন।
/এন এইচ