ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

সকল ব্যাংককে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উপকূলীয় অঞ্চল। মানবিক জীবনযাপন করছে বন্যা কবলিত অঞ্চলের মানুষ। তাই সকল ব্যাংকগুলোকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, সার্বিক টেকসই উন্নয়নের লক্ষ্যে সিএসআর কার্যক্রমের আওতায় দেশের উত্তর, উত্তর-পূর্ব, উপকূলীয় অঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ, সহজে বহনযোগ্য রান্নার চুলা প্রভৃতি) সহায়তা প্রদানের জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে।

আরও বলা হয়, এ বিষয়ক ব্যয় ২০১৫ সালের ১০ জুন তারিখের সার্কুলার লেটার নং-০৬ এর মাধ্যমে জারিকৃত ফরম্যাট এর স্যোশাল প্রজেক্ট বা কমিউনিটি ইনভেস্টমেন্ট খাতের প্রযোজ্য উপখাতে প্রদর্শন করার জন্যও নির্দেশ দেয়া হলো।

Related Articles

Leave a Reply

Close
Close