দেশজুড়ে

সংসদ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: আদালত অবমাননা, আইনজীবীকে লাঞ্ছিত ও একজনকে মারধরের ঘটনায় বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন ও পাথরঘাটা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) প্রিয়াঙ্কা মিত্র নামের এক আইনজীবী পাথরঘাটা সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।

প্রিয়াঙ্কা মিত্র শুক্রবার (১৭ই জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এমপি রিমনের দাবি অবৈধভাবে সরকারি জমি দখল করার জন্য প্রিয়াঙ্কা মিত্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

প্রিয়াঙ্কা মিত্রের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও সংসদ সদস্য রিমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী মন্দির ভাঙচুর, তার পরিবারকে উচ্ছেদ এবং তাকে ও জমির তদারকিতে থাকা এক যুবককে মারধর করেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close