দেশজুড়ে
সংসদে উত্থাপিত হলো সাইবার নিরাপত্তা বিল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতীয় সংসদে পেশ করা হয়েছে সাইবার নিরাপত্তা বিল (সিএসএ)। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে সংসদীয় কমিটিতে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিলটি উত্থাপনের আপত্তি করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। কিন্তু সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। পরে বিলটি অধিকতর পরীক্ষা করে পাঁচ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করে ‘সাইবার নিরাপত্তা আইন’ করা হচ্ছে। এতে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।