দেশজুড়েপ্রধান শিরোনাম
সংবাদ মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে সরকার
ঢাকা অর্থনীতি ডেস্ক: সংবাদ মাধ্যমে নবম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, যারা প্রেস ক্লাবে বসে বা সামনে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন, তারাও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছেন। এই ট্রাস্টে ২০২১ সালে ১০ কোটিসহ এ বছরও চার কোটি টাকা এসেছে। সাংবাদিকদের মধ্যে যারা সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে আগামী ঈদের আগেই সেসব টাকা প্রদান করা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ঘোষিত সর্বজনীন পেনশনের আওতায় সাংবাদিকরাও আসবে জানিয়ে তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সংসদীয় কমিটিতে যাওয়ার পর এটা পরিবর্তন পরিমার্জন করা যাবে।
অনুষ্ঠানে ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যম আইন যেন স্বাধীন সংবাদ চর্চায় বাঁধা সৃষ্টি না করে সে জন্য আইনটির আরও পর্যালোচনা প্রয়োজন।