দেশজুড়েপ্রধান শিরোনাম
সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
ঢাকা অর্থনীতি ডেস্ক: সংক্ষিপ্ত সিলেবাস ও তিন বিষয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা সিলেবাস শেষ করতে পারেনি। অনলাইনে যেসব ক্লাস হয়েছে সেখানে অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেনি।
বেশির ভাগ শিক্ষার্থীই বিদ্যালয়ের ক্লাসে পড়াশোনার ওপর নির্ভরশীল। তাই বিশেষ বিবেচনায় আগামী ২০২২ সালের এসএসসি পরীক্ষা গ্রুপভিত্তিক তিন বিষয়ে এবং ৩০ শতাংশ সিলেবাসে নেওয়ার দাবি শিক্ষার্থীদের। সব বিষয়ে পরীক্ষা নেওয়া হলে তা তাদের জন্য কঠিন হবে বলে দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের।