বিনোদন

শ্রোতারা ট্রেন্ডি গানে মজেছে, এখন অস্থির সময় চলছে : আঁখি আলমগীর

ঢাকা অর্থনীতি ডেস্ক: কণ্ঠশিল্পী আঁখি আলমগীর একজন জনপ্রিয় শিল্পী। তার গান শ্রোতারা বরাবরই পছন্দ করে। তাঁর ‘নিশিথে আইসো ফুলবনে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’- গানগুলো শ্রোতারা এখনো শোনে। একসময় নিয়মিত গান প্রকাশ করলেও গত কয়েক বছর ধরে কম গান করছেন আঁখি।

সর্বশেষ এ বছর ৩১ মার্চ শওকত আলী ইমনের সঙ্গে ‘কফির পেয়ালা’ শিরোনামের গান প্রকাশ করেছিলেন আঁখি।

দুজনই ভিডিও চিত্রে হাজির হয়েছিলেন। সমালোচকরা গানটির প্রশংসা করেছিলেন। অথচ এরপর আর কোনো গান প্রকাশ করেননি এই গায়িকা। অনেক অডিও প্রতিষ্ঠান নতুন গানের প্রস্তাব দিলেও সময় নিচ্ছেন তিনি।

কারণ হিসেবে বললেন, ‘গান তো প্রকাশ করলে যখন-তখন করা যায়। কয়েকটি গান তৈরিই আছে। প্রকাশ করছি না অনেক কারণে। একে তো এখন অস্থির সময় চলছে, শ্রোতারা ট্রেন্ডি গানে মজে আছে।

তারা আগে শান্ত হোক, তারপর নতুন গান।’
আঁখি আরো বলেন, ‘আমরা চাইলেও তো সস্তা কথার গান করতে পারব না। চলতি কথার গান এক ধরনের আর সস্তা কথার গান আরেক ধরনের। এমনিতে বেছে বেছে কাজ করতে পছন্দ করি। একটা শ্রোতামহলও আছে আমার।

তাদের নিরাশ করতে চাই না।’

আঁখি এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন তিনি।

Related Articles

Leave a Reply

5 lucruri importante de început Эффекты острого питания на организм: плюсы и минусы Cum să transformi un 10 semne că Beneficiile și dezavantajele de Ce este periculos Rețeta perfectă pentru friptură suculentă pentru a înlocui 5 trucuri de Când să apelați la un psihiatru la Ea este prezentă pentru tine, dar nu Pateu de licitație: rețeta delicioasă pentru micul Secretele tinereții: 5 obiceiuri esențiale pentru Acest ingredient
Close
Close