আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

শ্রমিক ছুটির দেড়ঘন্টা পর আশুলিয়ার পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শমীর প্লাজার ৭ম তলায় পোশাক নীটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভারের আরও একটি ইউনিট সংযুক্ত করা হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। তবে ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলি বের হচ্ছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৫ টায় কারখানা ছুটি হয়। আর সাড়ে ছয়টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তাই কোন হতাহতের ঘটনা ঘটে নি। তার পরেও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close