প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
শ্রমিকের অধিকার আদায়ে কারখানা মালিককে বাধ্য করার নির্দেশ; শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যেসব কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা ঠিক মতো পরিশোধ করেন না, সেই সব কারখানা পরিদর্শন করে শ্রমিকদের পাওনা পরিশোধে কারখানা মালিককে বাধ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিলেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
রোববার (১৩অক্টোবর) ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারের চামড়া শিল্প নগরীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ২ অসনের এম,পি এডভোকেট মো: কামরুল ইসলাম,ঢাকা ১০ অসনের এম,পি,ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস.সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।