সাভারস্থানীয় সংবাদ

শ্রমিকদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সাভারে র‌্যাব টহল জোরদার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: কারখানা খুলে দেয়ার ঘোষণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাভার শিল্পাঞ্চল এলাকায় শত শত শ্রমিক এসেছেন, তারা যেন ঘরমুখী থাকেন সেই লক্ষ্যে নতুন করে র‌্যাবের টহল জোরদার করছেন বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার বাজার বাস্ট্যান্ড এলাকায় টহল পরিদর্শনে এসে এসব বলেন তিনি।

এসময় র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গতকাল রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পোশাক শ্রমিক এরই মধ্যে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে এসেছে। তবে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা তাদের শ্রমিক কলোনী অবস্থান করবে। এই সময়ে যেন শ্রমিকরা বাহিরে ঘুরাঘুরি না করে সে লক্ষ্যে র‌্যাব-৪ এর পক্ষ থেকে সামাজিত দূরত্ব নিশ্চিতে আগামী কয়েক দিন এই অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীকে সহযোগীতা করার পাশাপাশি র‌্যাব-৪ এর সদস্যরা বাড়তি টহল অব্যাহত রাখবে। একই সাথে সড়ক-মহাসড়কে যানচলাচল নিয়ন্ত্রেণের পাশাপাশি পাড়া-মহল্লায় দোকান পাট বন্ধে বিশেষ টহল অব্যাহত রাখবে।

এছাড়া র‌্যাব-৪ এর পক্ষ থেকে আজ অন্তত ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close