দেশজুড়ে

শ্বশুর বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর মনসুর আবাদ এলাকায় শ্বশুর বাড়ির ছয়তলা থেকে ফেলে আব্দুল্লাহ আল মুহিত নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। শুক্রবার (১০ই জানুয়াররি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে শ্বশুর বাড়ির লোকজন বলছেন পড়ে গিয়ে মৃত্যু কিংবা আত্মহত্যাও করে থাকতে পারেন মুহিত।

নিহতের শ্বশুর জানান, বেকারত্বসহ নানা কারণে মুহিত দীর্ঘদিন হতাশাগ্রস্ত ছিল। এ কারণেই আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের ভাইয়ের দাবি- মুহিতের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিরোধের জেরেই মুহিতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে বলে আশাবাদী পুলিশ। রাতেই মুহিতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close