দেশজুড়ে

শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী কুড়ালের কোপে স্বামী খুন

ঢাকা অর্থনীতি ডেস্ক: শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে নেত্রকোণার কলমাকান্দার উপজেলার কৈলাটি গ্রামে স্ত্রীর কুড়ালের কোপে স্বামী খুন হয়েছেন। স্বামী রুক্কু মিয়া জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের শামসু উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুক্কু মিয়া কয়েক বছর আগে কৈলাটি গ্রামে বাবুল হেলালীর মেয়ে রুবিনা আক্তারকে (২৭) বিয়ে করেন। রুক্কু মিয়া এর আগে আরও দুইটি বিয়ে করেন। আগের বিয়ের তথ্য গোপন করার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। দাম্পত্য কলহের জেরে কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর কুড়ালের কোপে স্বামী রুক্কু মিয়া (৩৬) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ঈদুল ফিতর উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী রুক্কু মিয়া মোট তিনটি বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য কলহ চলছিল। শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কলহের একপর্যায়ে রুবিনা স্বামী রুক্কু মিয়াকে কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই রুক্কু মিয়া নিহত হন।

এদিকে, স্বামীকে হত্যার বিষয়টি রুবিনা স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close