খেলাধুলা

শোয়েব আখতারের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ঢাকা অর্থনীতি ডেস্ক: গতি তারকা শোয়েব আখতারের বিরুদ্ধে ফৌজদারি ও মানহানির মামলা দায়ের করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপদেষ্টা তোফাজ্জল রিজভি।

বুধবার (২৯ এপ্রিল) এ মামলা করা হয়।

পিসিবির আইন উপদেষ্টা রিজভির অভিযোগ, তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন শোয়েব আখতার। সেই কারণে সাবেক এই পেসারের মামলা করেছেন।

এ ব্যাপারে রিজভি জানান, আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন তিনি। সাইবার অপরাধ আইনে ফেডারেল তদন্ত সংস্থার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় উমর আকমলকে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় পিসিবি। তার পক্ষ নিয়ে নিয়ে একটি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও করেছিলেন শোয়েব। সেখানে পাকিস্তান বার কাউন্সিলকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন তিনি।

বিষয়টি নজরে আসে বার কাউন্সিলের। প্রতিক্রিয়ায় জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। তাতে বলা হয়েছে, পিসিবি’র আইন উপদেষ্টা রিজভির বিষয়ে শোয়েব যে মন্তব্য করেছেন, তাতে তারা হতাশ। শোয়েবকে আইনজীবীদের নিয়ে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত ছিল।

Related Articles

Leave a Reply

Close
Close