দেশজুড়েপ্রধান শিরোনাম

শোকগাঁথা রক্তাক্ত আগস্টের প্রথম দিন আজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শোকগাঁথা রক্তাক্ত আগস্টের প্রথম দিন আজ রোববার। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি প্রাণে বেঁচে গেলেও এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর সাবেক কৃষিমন্ত্রী শেখ নাসের, ভগ্নীপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী বেগম আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।

সেনাবাহিনীর বিপথগামী কিছুসংখ্যক সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র ক্ষোভ, নিন্দা ও শোকের ছায়া। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রানডিট বলেন, মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে।

ভারত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও বিশিষ্ট সাহিত্যিক নীরদ সি চৌধুরী বাঙালিদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে বর্ণনা করে বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতি বিশ্বের মানুষের কাছে নিজেদের আত্মঘাতী চরিত্রই তুলে ধরেছে।

দ্য টাইমস অব লন্ডন-এর ১৯৭৫ সালের ১৬ আগস্ট সংখ্যায় উল্লেখ করা হয় ‘সবকিছু সত্ত্বেও বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ করা হবে। কারণ তাঁকে ছাড়া বাংলাদেশের অস্তিত্ব অকল্পনীয়।

একইদিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় বলা হয়, বাংলাদেশের লাখ লাখ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় কার্যকর করে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। একইভাবে বাঙালির আত্মঘাতী চরিত্রের অপবাদেরও অবসান ঘটেছে।

টেলিগ্রাফ পত্রিকার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, পত্রিকাটি সেদিন সুদূর প্রসারী মন্তব্য করেছিল। দেশের মানুষ এখন অনুধাবন করতে পারছে মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেশে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বাধীনতার বিরোধিতাকারী এবং দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।

শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর আর বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Získejte ty nejlepší triky pro domácnost, recepty na chutné jídla a užitečné články o zahradničení na našem webu. Buďte kreativní a zlepšete si každodenní život s našimi tipy a triky. Doufáme, že vám naše články pomohou objevit nové nápady a radosti v domácnosti i na zahradě. Buďte zdraví a šťastní! Zkuste tento jednoduchý test a zjistěte, Hádanka, která přivede génie Krémový salát s okurkou a mrkví: snadný a rychlý recept 5 špatných návyků, které byste měli Jak přežít nespokojené Jak udržet váš Mladý chlapec a jeho míč: Test IQ: musíte najít padělek mezi 3 Německý bramborový salát: Jak rozeznat depresi od běžné únavy? - Jak přežít Valentýna o samotě: odborník radí, co dělat, Okamžitě se zbavte těchto kuchyňských předmětů: jsou ideálním místem Kdo je duch: rychlý a fascinující IQ test během 5 Pouze novodobý Sherlock Holmes objeví 10 Jak připravit vodní Ortodoncie: inovativní metody korekce skusu 5 chyb v Jak vybrat správnou Kdo je ohrožen: Tato virová iluze je úžasně přesná: odhalení tajemství vaší postavy Tajemství zlatých derunů: Dokonalý Nebezpečí pracích prášků: Jaké ženy přitahují toxické vztahy? Specifika výběru vodoměru Rychlý IQ test: pouze málokdo najde granátové jablko mezi rajčaty Jen géniusy to zvládnou za 6 sekund: optický Tajemství šéfkuchaře: Jak dlouho vařit vejce, aby Tento běžný domácí rituál výrazně 10 vět od ženy, po kterých by měl muž okamžitě Pět keřů, které přitahují štěstí a chrání před zlem Optická iluze: Najděte lišku v lese za 9 Hádanka pro zběhlé: odhalte zloděje během šesti sekund Roztavení v ústech: Jak připravit lahodný domácí Zdravé a bílé zuby díky jednoduchým pravidlům 7 tvrdých 12 tipů pro udržení čistoty Získejte si inteligenci, pokud rychle Jak se liší dva Sladká rýžová kaše s dýní a jablky: jednoduchý recept na Kdy je vhodný čas k cvičení pro hubnutí: Jak představit dítě novému partnerovi: 10 důležitých rad Proč je důležité dodržovat správnou likvidaci čaje a Geniální test: Najděte číslo 869 bleskovou rychlostí Jaký je rozdíl mezi těmito dvěma dívkami: pouze génius Černý "kaviár" pro vegetariány: originální recept ze tří Proč byste měli při Jak zvládat každodenní stres a nevyliévat si ho na Jak efektivně vyčistit větrání v 11 vteřin na nalezení 4 Najděte slovo "džíp" za 8 sekund: hádanka, která zaskočí Zapomeňte na "dubajskou" a vytvořte si "chlupatou" čokoládu: novým trendem Domácí nápoj, který vám pomůže zbavit Jak naučit dítě Jaký je nejlepší způsob čištění oken? Optický žert pro lidi s Vyhledání 3 skrytých slov trvá Půstové čočkové řízky: Jak a proč navštívit dermatologa: V jakém věku je žena považována za Natahovací stropy od DesignGroup v Záporoží Для браузера Google Chrome: Великий оптический обман: крокодил найдет "титана" Hledání leoparda na zasněžených skalách: skoro nemožný úkol pro Jak a kde vysévat petržel, aby hojně rašila, rychle rostla Lékař pojmenoval superpotravinu, která Jak se vyhnout 9 nejstrašnějším chybám, které Jak správně vybrat různé typy věšáků Jen skutečný titán IQ uvidí psa na Jen génius viděl kočku za 8 vteřin: náročná Irský jablečný Innomed- Porodní bouda Proč je důležité přestat Klimatizace Gree: kvalita a inovace - Только люди с высоким уровнем интеллекта увидят кошку на заднем Hádanka, která by zbláznila i génie: najděte Jemný jablečný koláč podle italské babičky: tradiční recept V kolik hodin Vyjmenujte 2 klíčové hodnoty, které Jak efektivně odstranit plísně v bytě: snadné kroky Jak lidé s vysokým IQ vidí kámen mezi Která žena unese více vody: Výrobek s nejvyšším Správné léčení zánětu čelistních dutin: typy a prevence Proč byste neměli trestat své dítě: Neměli byste mu Jak efektivně zlikvidovat Jen lidé s vysokým IQ by na tomto obrázku viděli Tajné optické klamy: odhalí Italský březnový dezert: recept na dort Jak vybrat správnou dětskou Nejlepší čas pro jarní úklid ve vaší domácnosti: Jak Vysoce inteligentní lidé Hledání 3 skrytých obličejů: hádanka pro nejchytřejší z chytrých Důležitost časné Nejlepší tipy a triky pro každodenní život, domácí vylepšení a zdravý životní styl. Najdete zde také skvělé recepty s kulinářskými zkušenostmi a užitečné články o zahradničení. Buďte inspirací pro svůj každodenní život!
Close
Close