দেশজুড়ে
শৈলকূপায় ৬ হাজার টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে আহত ২৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসির সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার(২৭ আগস্ট) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহত ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শৈলকুপা থানার এসআই মাহফুজুর রহমান জানান, ওই গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন রাসেল হোসেন। অপর দলের নেতৃত্ব দেন সিরাজ মণ্ডল। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। মিলন তার প্রতিপক্ষ দলের লিটনের কাছে সারের দাম বাবদ ৬ হাজার টাকা পাবে।
সোমবার (২৬ আগস্ট) বিকালে সারের টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের লোকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ৫ জনকে আটক করেছে পুলিশ।
/আরএম