শিল্প-বানিজ্য

শেয়ারবাজারে পতন ঠেকাতে কমলো সার্কিট ব্রেকার!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে সূচকের পতন ঠেকাতে আবারও সার্কিট ব্রেকার কমিয়েছে। গতকাল বুধবার (২৫ মে) পর্যন্ত দেশের পুঁজিবাজারে শেয়ারের দরপতনে সীমা বা সার্কিট ব্রেকার সর্বোচ্চ ৫ শতাংশ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিএসইসি এটি ২ শতাংশ করেছে।

এখন থেকে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম একদিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না।

দেশের পুঁজিবাজারের সূচকের ধারাবাহিক দরপতন চলছে। গতকাল বুধবার (২৫ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৮৮ পয়েন্টে নেমে যায়। উল্লেখ্য, গত ১১ কার্যদিবসে সূচকটি ৫১০ পয়েন্ট কমেছে।

তাই গত ২২ মে শেয়ারের বিপরীতে ঋণসীমা বাড়িয়ে দেওয়া হয়। এতে বর্তমানে বিনিয়োগকারীরা নিজে ১০০ টাকা বিনিয়োগ করে তার বিপরীতে ১০০ টাকা ঋণসুবিধা পাবেন। আগে বিনিয়োগকারীরা নিজে ১০০ টাকা বিনিয়োগ করে তার বিপরীতে সর্বোচ্চ ৮০ টাকা ঋণ নিতে পারতেন।

এর আগে সোমবার (২৩ মে) বিএসইসি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বিনিয়োগের আগে সেকেন্ডারি বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

এছাড়া সূচকের পতন থামাতে গত সপ্তাহের শুরুতে প্রাক লেনদেন সুবিধাও তুলে নেওয়া হয়। তবে এতেও পতন ঠেকানো যাচ্ছে না। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন করে সার্কিট ব্রেকার কমিয়ে আনা হয়।

এদিকে শেয়ারের মূল্য বাড়ার সীমা আগের মতোই সর্বোচ্চ ১০ শতাংশ রাখা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close