দেশজুড়েপ্রধান শিরোনাম

শেষ হচ্ছে বিএনপি’র চারদিনের কর্মসূচি

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকার কমলাপুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজার পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে আজ শেষ হবে বিএনপির চার দিনের কর্মসূচি।

মঙ্গলবার দুপুরে ঢাকার গাবতলীতে তৃতীয় দিনের ‘নীরব পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে দলটি। কয়েক দিন বিরতি দিয়ে তারা ঢাকায় আরও নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বলে আভাস মিলেছে।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় শান্তি সমাবেশ করবে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। এ শান্তি সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

এর আগে, গত ২৮ জানুয়ারি মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত প্রথম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু করে বিএনপি।

এছাড়া সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দমন-পীড়ন ও নির্যাতন বন্ধ, বিরোধীদলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সব সাংগঠনিক বিভাগীয় সদরে সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

ওই কর্মসূচি ঘোষণার পর গত ২৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় চার দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Close
Close