বিনোদন
শুরু হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই বছরের ধারাবাহিতায় এবারও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট। যার সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।
৫ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন শেষ হবে ৮ সেপ্টেম্বর মধ্যরাতে। সুন্দরী নির্বাচনের এবারের আয়োজনটি করেছে অমিকন এন্টারটেইনমেন্ট।
আয়োজক প্রতিষ্ঠানের কর্তারা জানান, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।
কয়েকটি এপিসোডে বিভক্ত এ অনুষ্ঠানটির অডিশন প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ অক্টোবর সরাসরি গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর বিশ্বমঞ্চে অংশগ্রহণে করবেন।
উল্লেখ্য এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কারা থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। তারা জানায়, অবিবাহিত ১৭-২৭ বছর বয়সী প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। আর প্রতিযোগীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি হতে হবে।
নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে এই ঠিকানায় ভিজিট করতে হবে।