দেশজুড়েরাজস্বশিল্প-বানিজ্য

শুরু হচ্ছে বাণিজ্য মেলা, বেড়েছে প্রবেশমূল্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার মেলার ২৫তম আয়োজন।

বুধবার (১লা জানুয়ারি) রাজধানীর শেরেবাংলানগরে আজ মাসব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য বছরের তুলনায় এবার মেলার পরিসর কমিয়ে আনা হয়েছে। গত বছর মোট ৬৩০টি ছোট-বড় স্টলের পরিবর্তে এবার বরাদ্দ দেওয়া হয়েছে ৪৮৩টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভেলিয়ন ১১২টি, মিনি প্যাভেলিয়ন ১২৮টি এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি।

বাণিজ্য মেলায় টিকিটের দাম গত বছরের চেয়ে এবার প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে। প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা গত বছর ছিল ৩০ টাকা। তবে অপ্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য আগের মতোই ২০ টাকা রাখা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আগে এক কাপ চা খেতেন তিন টাকায়, এখন পাঁচ টাকা লাগে। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এছাড়া মেলায় এবার স্টলের সংখ্যা কমেছে। রাজস্বের বিষয়টি মাথায় রেখে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।”

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close