বিনোদন
শুরুতে বিদ্যা বালানের পারিশ্রমিক জানলে অবাক হবেন !
ঢাকা অর্থনীতি ডেস্ক: বর্তমানে বলিউড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই আসে বিদ্যা বালানের নাম। তবে অনেকেই হয়ত জানেন না, টিভি কিংবা ফিল্ম দিয়ে বিদ্যার কেরিয়ার শুরু হয়নি। কেরিয়ারের শুরুর দিকে প্রচারের কাজ করতেন বিদ্যা। প্রথম উপার্জন কত ছিল অভিনেত্রীর? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেকথাই খোলসা করেছেন বিদ্যা বালান।
বিদ্যা বালান জানান, একটি রাজ্যের পর্যটন বিভাগের প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। সেই কাজ করে তিনি ৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। ঠিক কী কাজ করতে হয়েছিল তাঁকে? অভিনেত্রীর কথায়, ”আমাদেরকে গাছের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে হয়েছিল। আমি, আমার বোন, খুড়তুতো বোন, এক বন্ধু,সবাই একসঙ্গে গিয়েছিলাম। সবাইকেই ৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। ”
বিদ্যা (Vidya Balan) আরও জানান, কেরিয়ারে শুরুর দিকে একটি টিভি শোয়ের অডিশনের জন্য গিয়েছিলেন, যার নাম ছিল ‘লা বেলা’। যদিও সেই শোটি কখনও সম্প্রচারিতই হয়নি বলে জানান তিনি। প্রসঙ্গত, খুব শীঘ্রই বিদ্যাকে দেখা যাবে অমিত মাসুরকরের ‘শেরনি’তে। যেখানে তিনি বনাধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন। ‘শেরনি’ ১৮জুন মুক্তি পাবে।