দেশজুড়েপ্রধান শিরোনাম

শুটকির প্যাকেটে ভরে ইয়াবা পাচার, গ্রেফতার ২

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শুটকির প্যাকেটে ভরে পাচারকালে কুমিল্লায় ২৯ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের হালিশহর থানার মধ্যরামপুর গ্রামের আবেদ আলীর ছেলে শাহীন এবং একই গ্রামের ফজল আহমেদের ছেলে জহির আহমেদ। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একই কায়দায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ সময় শুটকির প্যাকেটের মধ্যে লুকিয়ে ট্রাকে করে ইয়াবা পাচারকালে ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close