বিশ্বজুড়ে
শুজাইয়ায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত
ঢাকা অর্থনীতি ডেস্ক: ফিলিস্তিনের শুজাইয়ার আশেপাশে ইসরায়েলি স্থল অভিযানে অন্তত ৬০ থেকে ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে। হাজার হাজার মানুষ আল-মাওয়াসিতে ইসরায়েলি অভিযান থেকে পালিয়ে দক্ষিণ গাজার দিকে যাচ্ছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) অনুসারে, গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৩৩১ জন আহত হয়েছে। সর্বশেষ ওসিএইচএ পরিস্থিতি প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, শুজাইয়া আশেপাশে ইসরায়েলের স্থল হামলার ফলে বৃহস্পতিবার পূর্ব এবং উত্তর-পূর্ব গাজা শহরের ৬০ থেকে ৮০ হাজার বাসিন্দা পালিয়ে গেছে।
শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ চলছেই। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনীর রক্তাক্ত অভিযান শুরু হওয়ার পর থেকে বাসিন্দারা এলাকা ছাড়ছে। আকাশে যুদ্ধবিমান চক্কর কাটছে। রাস্তায় ট্যাংক থেকে হামলা চালানো হচ্ছে।
এই পরিস্থিতিতে আতঙ্কিত লোকজন পথে পথে দৌড়াচ্ছে। ইসরায়েলি বাহিনী গতকাল শুক্রবার শুজাইয়া এলাকায় অভিযানের খবর নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা বলছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর বহু হতাহতের ঘটনা ঘটেছে। বোমাবর্ষণ অব্যাহত থাকায় হতাহতদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, তারা শুজাইয়া এলাকায় হামাসের অবকাঠামোয় হামলা চালিয়েছে।
তিনি সেখানে মুহুর্মুহু কামানের গোলাবর্ষণের শব্দও শুনেছেন।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, গাজায় হামাসের অবস্থান গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী এখন স্থলসেনার উপস্থিতি কমিয়ে ড্রোন ও যুদ্ধবিমান বেশি ব্যবহার করতে পারে। শুজাইয়া এলাকার বাসিন্দারা বলছে, ইসরায়েলি বাহিনীর এমন হামলায় তারা হতভম্ব হয়ে পড়েছে। তারা এখন কী করবে, কোথায় যাবে তা ভেবে পাচ্ছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি প্রতিরক্ষা অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী।