খেলাধুলা
শুক্রবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলন করেছে ব্রাজিল ফুটবল দল। সৌদি আরবের কিং সাদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুক্রবার (১৫ নভেম্বর) মুখোমুখি হবে দু’দল।
প্রীতি ম্যাচকে সামনে রেখে আবুধাবিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন সেলেসাওরা। সবশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দল দুটি।
ওই ম্যাচে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল ব্রাজিল।
এদিকে ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে এ ম্যাচে খেলতে পারছেন না নেইমার। আর্জেন্টিনা ম্যাচের পর ১৯ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।