বিনোদন

শীর্ষ ১০ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর নাম প্রকাশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। যেখানে শীর্ষ স্থানটি দখল করেছেন জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মর্ডান ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারগারা। ৪৩ মিলিয়ন ডলার আয় করার সুবাদে প্রথম স্থানটি দখল করেছেন তিনি।

এরপর ৩৫ মিলিয়ন ডলার আয় করে তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ‘ওয়ান্ডার ওমেন’ তারকা গাল গাদত। চতুর্থ স্থানে আছেন মেলিসা ম্যাককার্থি (২৫ মিলিয়ন), পঞ্চম মেরলি স্ট্রিপ (২৪ মিলিয়ন), ষষ্ঠ এমিলি ব্ল্যান্ট (২২.৫ মিলিয়ন), সপ্তম নিকোল কিডম্যান (২২ মিলিয়ন), অষ্টম এলেন পমপিও (১৯ মিলিয়ন), নবম এলিজাবেথ মোজ (১৬ মিলিয়ন) এবং দশম স্থানে রয়েছেন ভায়োলা ডেবিস (১৫.৫ মিলিয়ন)।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close