ব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

শীর্ষ ঋণখেলাপিদের গুরুত্বপূর্ণ পদে রেখে ব্যাংকিং খাতে সংস্কার অসম্ভব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শীর্ষ ঋণখেলাপিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রেখে ব্যাংকিং খাতের সংস্কার সম্ভব নয়। রাজধানীয়ে ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বেসরকারি সংগঠন সুজনের গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। তাদের মতে, দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। বাড়ছে বৈষম্য।

খেলাপি ঋণ আর বাড়বে না, অর্থমন্ত্রীর এমন ঘোষণার পরে উলটো বেড়েছে মন্দ ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে এ বছরের প্রথম ৬ মাসেই যা ১৮ হাজার ৫১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার কোটি টাকার বেশি। তবে একই সময়ে আইএমএফের হিসাবে যা ছাড়িয়েছে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা।

সুজনের গোলটেবিল আলোচনায় বক্তাদের মত, যখন সর্ষের মাঝেই ভূত, তখন খেলাপি ঋণ কমবে কীভাবে?

আলোচনায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ কমাতে যত পদক্ষেপ, তার সবই হয়েছে খেলাপিদের আড়াল করতেই। তাদের মতে, সরকারের বিভিন্ন পর্যায়ের এমন পদক্ষেপেই দেশ বাড়ছে বৈষম্য। তাই আলোচকদের প্রশ্ন, সমাজের ৯৫ ভাগ মানুষকে শোষণ করে ৫ ভাগের যে প্রবৃদ্ধি তা নিয়ে গর্বের কী আছে?

আলোচনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাংকিং কমিশন গঠনের প্রস্তাব দেন বক্তারা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close