দেশজুড়েপ্রধান শিরোনাম
শীত বাড়তে পারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: এখনো শীত কিছুটা বিরাজমান। এ অবস্থায় তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীত কিছুটা বাড়তে পারে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে না।
এছাড়া সাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে। এর বাড়তি অংশ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।