জীবন-যাপন

শীতে রুক্ষ চুল থেকে মুক্তি পেতে

ঢাকা অর্থনীতি ডেস্ক: শীতের মৌসুমে চুল সাধারণ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। শীতে নিয়মিত চর্চার অভাবে ত্বক ও চুলের বারোটা বাজতে পারে। তবে আপনি জানেন কী ছোট্ট একটি জিনিসই চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। আর সেটি হলো সামান্য ক্যাস্টর অয়েল।

চুলের সব সমস্যায় ব্যবহার করতে পারেন এই তেল। আসুন জেনে নিই চুলের ঠিক কোন কোন সমস্যায় ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল।

১. চুল রুক্ষ হয়ে গেলে, ডগা ফাটা, চুল উঠে যাওয়ার মতো সমস্যা হলে চুলের ঔজ্জ্বল্য রাখতে শ্যাম্পু করার আগে মাখুন ক্যাস্টর অয়েল।

২. ক্যাস্টর অয়েলে ওমেগা ৬ ও ফ্যাটি অ্যাসিড থাকে। এতে চুলের বৃদ্ধি হয়।

৩. চুলের ফলিকল নষ্ট হয়ে গেলে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।

৪. চুল পাকতে শুরু করলে ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল। পাকা চুল দেখলেই নিয়ম করে ক্যাস্টর অয়েল লাগান। এটি চুলের রঙ ধরে রাখে। ক্যাস্টর অয়েল রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিন।

Related Articles

Leave a Reply

Close
Close