তথ্যপ্রযুক্তি

শীঘ্রই ১০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে শাওমি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করার পরিক্লপনা করেছে চিনের জায়েন্ট স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমি। সংস্থার এমডি মনু কুমার জৈন নিজের টুইটার হ্যান্ডেলে সে কথা প্রকাশ্যে শেয়ার করেছেন। তিনি ঘোষণা করেছেন ১০০ মেগাপিক্সেলের ওপর কাজ করছে তার কোম্পানি।

১০০ মেগাপিক্সেলে থাকবে ১২০৩২x৯০২৪ রেজুলিউশন। কাজেই এই ফোনে থাকবে আলট্রা ক্লিয়ার ফটো তোলার মতো ফিচার। এই ফোনের ক্যামেরায় টেন এক্স অপটিকাল জুম থাকবে। কোয়ালকম থেকে ইঙ্গিত দিয়েছে এই ফোনে থাকবে উন্নত সব ধরনের সেন্সর। দুটি ক্যামেরার মধ্যে একটি ৬৪ ও অন্যটি হবে ১০০ মেগাপিক্সেল।

জানা যাচ্ছে, আগামীদিনে শাওমি ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা লঞ্চ করবে। ২০১৯ এর শেষের দিকেই ভারতে বাজারে আসতে চলেছে এই ফোন। শুধু শাওমি নয়, ৬৪ মেগাপিক্সেল নিয়ে কাজ করার কথা জানিয়েছে স্যামসাংও।

বৃহস্পতিবার ভারতে রিয়েলমি শো কেস করল ৬৪ মেগারপিক্সেল ক্যামেরার ফোন। ১৫ আগস্ট চিনের বাজারে লঞ্চ করবে। যথা সম্ভব ফোনটির নাম হতে পারে Realme 5।

Related Articles

Leave a Reply

Close
Close