তথ্যপ্রযুক্তি
শীঘ্রই বাংলাদেশে তৈরি হবে স্যামসাং-সিম্ফনি মোবাইল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী ২০২০ সালের পর স্যামসাং ও সিম্ফনি ব্র্যান্ডের সব ধরনের মোবাইল ফোন বাংলাদেশেই উৎপাদিত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বর্তমানে বাংলাদেশ রোবট রফতানি শুরু করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় কর অব্যাহতিসহ সরকারের দেয়া বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি খাতের অবদান বাড়াতে এখাতে ব্যবসায়ীদের ২০২৪ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা দিচ্ছি আমরা। প্রযুক্তিপণ্য রফতানিতে ১০ শতাংশ নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। আশা করছি এসব সুবিধা তথ্যপ্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী করবে।