দেশজুড়ে
শিশু শিক্ষার্থীকে বলাৎকার; মাদ্রাসা শিক্ষক আটক
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে এক শিশু শিক্ষার্থীকে(১০) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসানকে (২৪) আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের হিফজুল কোরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মাহমুদুল হাসান কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওরাটি গ্রামের শুকুর মাহমুদের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়, শহরের রাঘাইচটি এলাকার ওই শিশুটি গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন হিফজুল কোরআন মাদ্রাসায় হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশোনা করতো। গত ৭ আগস্ট রাত ১০ টার দিকে মাদ্রাসার দোতালার ছাদে শিশুটিকে নিয়ে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে এবং এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান। পরদিন সকালে ঈদের ছুটিতে শিশুটি বাড়িতে চলে যায়। ঈদের ছুটি শেষে শিশুটি আর মাদ্রাসায় যেতে না চাইলে পরিবারের লোকজন কারণ জিজ্ঞাসা করলে সে পরিবারের লোকজনের কাছে বলাৎকারের বিষয়টি জানায়।
এ ঘটনা জানার পর শিশুটির নানা শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করে নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।