তথ্যপ্রযুক্তিস্বাস্থ্য

শিশু কানের রোগ তথ্য জানাবে স্মার্টফোনের অ্যাপ

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাবা-মা শিশুদের কানে নানা ধরনের সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। শিশুরা অনেক সময়ই রোগাক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে ও বোঝাতে পারে না। কোনো কোনো সময় রোগের লক্ষনও বুঝা যায় দেরিতে।

এ অবস্থা থেকে মুক্তি দিতে একটি অ্যাপ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। বিশ্বে প্রথমবারের মতো স্মার্টফোনে ব্যবহারযোগ্য অ্যাপ তৈরির দাবি করেছেন ওয়াশিংটন ইউনিভার্সিটির ওই গবেষকরা।

সম্প্রতি গবেষণাপত্রটি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন ওই অ্যাপসের জন্য বিশেষজ্ঞরা কাগজ, স্মার্টফোনের স্পিকার ও মাইক্রোফোন ব্যবহার করেছেন। নরম করে বিশেষভাবে তৈরি কাগজের টুকরা মাইক্রোফোনের সঙ্গে জড়িত থাকে; যা কানে দেয়ার পর সেটি কানের ভেতরকার বিভিন্ন শব্দ ও অবস্থা মাইক্রোফোনের মাধ্যমে স্মার্টফোনের স্পিকারে পৌঁছায়। পরে অ্যাপটি তা ফ্লুইডের পরিমাণ নির্ধারণ করে।

এই ফ্লুইডই কানে বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য দায়ী। ফ্লাইডের হার জানার পরই নিশ্চিত হওয়া যাবে কোন ধরনের রোগের সংক্রমণে ভুগছে শিশু। বিজ্ঞানীরা বলছেন, তাদের আবিষ্কৃত অ্যাপটি ইতিমধ্যে ৮৫ শতাংশ নির্ভুল উত্তর জানাতে সক্ষম হয়েছে। তারা এটির উন্নয়নে আরও কাজ করছেন।

Related Articles

Leave a Reply

Close
Close