দেশজুড়ে

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, দম্পতি গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা থেকে সাখাওয়াত হোসেন ইফাছ (৮) নামে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা এক দম্পতিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার শিশুটিকে।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লার লাকসাম এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করে আকবরশাহ থানা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) সকালে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত দম্পতি হলো- মো. রায়হান (৩০) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)। রায়হানের বিরুদ্ধে লাকসাম থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২১ নভেম্বর বিকেলে আকবরশাহ থানার বিশ্বকলোনী এলাকা থেকে সাখাওয়াত হোসেন ইফাছকে অপহরণ করে রায়হান ও তার স্ত্রী সুমি আক্তার। তারা শিশুটিকে নিয়ে কুমিল্লার লাকসাম এলাকায় চলে যায়। পরে ইফাছের মা রিনা আক্তারকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা।

ওসি আরও বলেন, রিনা আক্তার পুলিশকে জানালে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে লাকসাম এলাকায় অভিযান চালানো হয়। রায়হান ও সুমি আক্তারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, যে শিশুটিকে রায়হান ও সুমি আক্তার অপহরণ করেছিল তারা তাকে আগে থেকে চিনতো। শিশুটির মা রিনা আক্তারের সঙ্গেও পূর্ব পরিচয় ছিল তাদের। তারা মূলত মুক্তিপণ আদায়ের জন্যই শিশুটিকে অপহরণ করেছিল।

এ ঘটনায় শিশুটির মা রিনা আক্তার বাদি হয়ে আকবরশাহ থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close