দেশজুড়ে

শিশুকে বলাৎকার করল কিশোর

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর কদমতলীতে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ে তার ছেলে। এলাকায় তার চায়ের দোকান রয়েছে। রাত ১১টায় তাকে ডাকতে চায়ের দোকানে যাচ্ছিল ছেলে। পথে স্থানীয় এক কিশোর (১৭) তার নাকে-মুখে রুমাল চেপে ধরলে অচেতন হয়ে পড়ে শিশুটি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখে শ্যামপুর হাইস্কুলের পাশে একটি ফাঁকা বাড়িতে পড়ে আছে। তখন পায়ুপথে রক্ত দেখে বুঝতে পারে তাকে বলাৎকার করা হয়েছে।

তিনি আরও জানান, তখন শিশুটি বাসায় গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর রাতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত ওই কিশোর শ্যামপুর পালপাড়াতে একটি প্লাস্টিক বোতলের দোকানে কাজ করে। থাকে ওই এলাকাতেই। এ ঘটনায় মামলা দায়ের করবে বলে জানায় শিশুটির পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, রাতে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ২০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close