বিশ্বজুড়ে
শিশুকন্যাকে হত্যার পর ছিনতাইয়ের নাটক সাজালেন মা
ঢাকা অর্থনীতি ডেস্ক: মুখে-গলায় লিউকোপ্লাস্ট পেঁচিয়ে নিজের দু’মাসের শিশুকন্যাকে হত্যার পর দিনভর পরিবার এবং পুলিশের কাছে মেয়ে ছিনতাই যাওয়ার নাটক করেন এক মা। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে ভারতের কলকাতার বেলেঘাটায় মহল্লা অ্যাপার্টমেন্ট নামে একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে।
সন্ধ্যা মালো নামে ওই মহিলা পরে পুলিশের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। পরিকল্পনা করে খুব অল্প সময়ের মধ্যেই এই কাজ সারেন তিনি। তারপর দিনভর মেয়ে ছিনতাই যাওয়ার নাটক করেন। নাটকের অভিনয়টাও এতটাই সুচারু ভাবে করেছিলেন যে তার চোখে-মুখে কোনও আক্ষেপ বা ভয়ের চিহ্ন খুঁজে পায়নি পুলিশ।
সন্ধ্যা মালো নামে ওই মহিলা পুলিশের কাছে বলেন, তার মেয়ে সানায়ার আয়া টুম্পা দাস যে সময়ে ছাদে ছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় যুবক কলিং বেল বাজায়। তিনি দরজা খুলতেই তাঁকে ধাক্কা মেরে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সে সময় বাড়িতে আর কেউই ছিলেন না। পরিকল্পনা মতো নাটকটি সাজাতে নিজের মাথায় আঘাত করেন তিনি। যাতে এটা স্পষ্ট হয় যে শিশুকে ছিনতাই করার সময়ে ছিনতাইকারী তাকেও আঘাত করছে ৷
পরে পুলিশের জেরায় তিনি জানান, ১৫দিন আগেই মেয়েকে হত্যার পরিকল্পনা করছিলেন তিনি। প্রথমে শিশুকে গলা টিপে খুন করতে চেষ্টা করেন। তবে শিশুটি চিৎকার করে কাঁদতে থাকলে তার মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেন। তারপর তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে দেন তিনি। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শিশুকে খুন করেন তিনি এবং ঘটনা ধামা চাপা দিতে অপহরণের নাটক করেন।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাতে একটি ম্যানহোল থেকে ওই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে কেন তিনি এমন কাণ্ড ঘটালেন তা এখনও জানতে পারেনি পুলিশ। তাকে এবং তার পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কোনও মানসিক সমস্যা রয়েছে কি না তাও জানতে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছে পুলিশ।
/এএস