বিনোদন
শিল্পা শেঠির এ কেমন নাচ!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ধুমধাম করে গণেশ বিসর্জন সম্পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সোমবার গণেশ পুজোর পর পরিবেশ বান্ধব বাপ্পাকে জলে ভাসিয়ে দেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি।
গণেশ বিসর্জনের আগে ছেলে ভিয়ানের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচতে দেখা যায় শিল্পা শেঠিকে। গণেশ পুজোর দিন যেমন স্বামী ছেলের সঙ্গে রং মিলিয়ে হলুদ রঙের পোশাক পরেন শিল্পা, বিসর্জনের দিন দেখা যায় একেবারে উলটো ছবি। অর্থাৎ ওইদিন স্বামী রাজ কুন্দ্রা এবং ছেলে ভিয়ানের পোশাকের রং মিলিয়ে নয়, বলিউড অভিনেত্রীকে দেখা যায় গোলাপী রঙের সালওয়ার এবং পাটিয়ালা পরতে। সঙ্গে ছিল মানাসই ওড়না। সেই পোশাকেই ছেলে এবং স্বামীর সঙ্গে নাচতে দেখা যায় শিল্পাকে।
দেখুন সেই ভিডিও…
গণেশ বিসর্জনে প্রত্যেক বছরের মতো এবারও গান বাজনার সঙ্গে নাচতে দেখা যায় শিল্পা শেঠিকে। বলিউড অভিনেত্রীর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।