দেশজুড়ে
শিমুলিয়া ঘাট এলাকায় ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় দুই দিনের অভিযানে আড়াইশ’টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শনি (১২ অক্টোবর) ও রোববার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় ছোট বড় আড়াইশ’টি দোকান ঘর। এতে আয়ের উৎস হারিয়ে বিপাকে পড়েছেন এখানকার প্রায় দুই হাজার পরিবার।
তবে বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঘাট এলাকায় অবৈধ স্থাপনা গড়ে ওঠা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।