দেশজুড়ে

শিবালয়ে বৃত্তে দাড়িয়ে কর্মহীন দিনমজুর, খাদ্য পৌছে দিল পুলিশ ও যুব কল্যান সংঘ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের শিবালয়ে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সামাজিক দুরত্ব মেনে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ঠাকুরকান্দী-মালুচী এলাকায় স্থানীয় যুব কল্যান সংঘের উদ্যোগে অর্ধশতাধিক দিনমজুরের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু:স্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।এসময় চাল, ডাল, আলু, তেল ও সাবানসহ একটি করে প্যাকেট দেওয়া হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. মোশারফ হোসেন মোল্লা, বৈশাখী টেলিভিশন ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মারুফ হোসেন,  শিবালয় থানার উপ-পরির্দশক (এসআই) মো. শফিকুল ইসলাম, এএসআই, সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন তোফা, আযোজক কমিটির, মো. হাবিবুর রহমান, মো. রনি মোল্লা, মো. রুবেল হোসেন, জিন্নাহসহ প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা ঢাকা অর্থনীতি কে বলেন, বর্তমানে দেশের করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে লোকজন বাহিরে বের হতে পারছে না। এ কারনে সাধারন দিনমজুররা কর্মহীন হয়ে পরছে। এসকল লোকদের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় অসহায় দুঃস্থদের পাশে সাহয্যেও হাত বাড়িয়ে দেওযার জন্য স্থানীয় যুব কল্যান সংগঠনকে সাধুবাদ জানাই। এছাড়া এসকল সংগঠন ও ব্যক্তিদেরকে উৎসাহিত করা হচ্ছে যাতে করে তারা দেশের এমন সময় দুঃস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। এদিকে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close