দেশজুড়েপ্রধান শিরোনামস্বাস্থ্য

শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধের কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর যখন খোলার প্রস্তুতি চলছে ঠিক তখনই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন করোনাভাইরাস (কোভিট ১৯) সংক্রমণ বাড়লে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘সংক্রমণের হার আশঙ্কানকভাবে বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পরামর্শ দিবে মন্ত্রণালয়।’

এ সময় মন্ত্রী বলেন, ‘তিতুমীর কলেজ কেন্দ্রে ৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। তবে, অনুপস্থিতির হার বেশি। যেহেতু পরীক্ষার্থীরা সবাই প্রাপ্তবয়স্ক তাই জনসমাগম যেন কম হয় সেজন্য আমরা অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম, তারপরও তারা এসেছেন।’

এদিকে, সংক্রমণের হার কমায় সবকিছু ঠিকঠাক চলছে। টিকা কার্যক্রম ও লকডাউন দেয়ার এমন সুফল পাওয়া গেছে বলে জানান তিনি।

গণটিকা কার্যক্রম এবং টিকা আসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘গণটিকা কার্যক্রম চলমান রয়েছে। আগামী তিন মাসে প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে। শিডিউল অনুযায়ী আসলে টিকা কার্যক্রমের আরো অগ্রগতি হবে।’

১২ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনও আসেনি বলেও জানান মন্ত্রী।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close