প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

শিক্ষার্থীদের শিক্ষা জীবন জিম্মি করে আন্দোলনের যুক্তি নেই; শিক্ষামন্ত্রী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, সত্যতা পেলে ইউজিসি প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে সাভারে পক্ষঘাত পুনর্বাসন কেন্দ্র’সিআরপির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। তবে সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠ সমাধান হবে। কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা জীবন জিম্মী করে আন্দোলন করার কোন যৌক্তিকতা নেই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালরি এ টেইলর। এসময় অতিথিরা দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ারসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি সিআরপির পুরুষ হুইলচেয়ারে বাস্কেটবল দলের খেলার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির উপজেলার চেয়ারম্যান মনজুর আলম রাজীব, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানীসহ আরো অনেকে।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close